উপজেলা প্রাণিসম্পদ অফিস একটি গুরুত্বর্পর্ণ অফিস।এটা উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে নিজস্ব ভবনে অবস্থিত।এটা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মণ্ত্রণালয়ের আওতাধীন।
অফিসে আনিত গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা ও ব্যাবস্থাপত্র প্রদান, গাভীর কৃত্রিম প্রজনন করা হয়। গবাদি পশু ও হাঁস মুরগীর প্রতিষোধক টিকাবীজ সরকার কতৃক নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। প্রয়োজনে মালিকের বাড়িতে গিয়েও চিকিৎসা ও ব্যাবস্থাপত্র প্রদান ও কৃত্রিম প্রজনন করা হয়। তাছাড়া গাবাদি পশু পাখির যে কোন বিষয়ে এবং বিভাগীয় কার্যক্রমের সম্প্রসারন বিষয়ে জনসাধারন কে পরামর্শ দেওয়া হয়। মাঠ পর্যায়ে মাঠকর্মী (ভি, এফ, এ) গন গবাদি পশু পাখির প্রতিষেধক টিকাদান করেন। উন্নত জাতের গাভী পালন, শংকরায়নের মাধ্যমে গো সম্পদের জাতের উন্নয়ন, মোটাতাজাকরণ, হাঁস মুরগির খামার গঠন, উন্নত জাতের ঘাস চাষ নিয়ে খামারী ও চাষীদের পরামর্শ দেওয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS